মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি: বৈরী আবহাওয়ার কারণে প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবানের লামা উপজেলায় প্রায় ৬০টি পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
রবিবার (১ জুন) লামা উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, “টানা ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢালুতে অবস্থিত রিসোর্টগুলোতে ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন এলাকায় প্রায় ৬০টি রিসোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।”
এদিকে বান্দরবান আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে শনিবার (৩১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, ঢাকা, রংপুরসহ ছয়টি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকায় অতিভারি বৃষ্টি (>৮৮ মিমি) ও পাহাড়ধসের আশঙ্কা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার বিকাল ৩টা পর্যন্ত) বান্দরবানে ৮৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী জানিয়েছেন, ভারী বৃষ্টির ফলে সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানির স্তর বাড়লেও এখনো তা বিপদসীমা অতিক্রম করেনি।







