Thursday, July 17, 2025

কৃষির আধুনিকায়নে ‘খামারি অ্যাপ’ ও ‘ক্রপ জোনিং সিস্টেম’ অপরিহার্য: ডিএই’র অতিরিক্ত পরিচালক

শহিদ জয়: কৃষিকে আধুনিক ও লাভজনক করতে তথ্যপ্রযুক্তি-নির্ভর উদ্যোগ অপরিহার্য—এমন মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। তিনি বলেন, ‘খামারি মোবাইল অ্যাপ’ ও ‘ক্রপ জোনিং সিস্টেম’ ব্যবহারে কৃষি উৎপাদন বাড়বে, বাড়বে কৃষকের আয়ও।

রোববার (১ জুন) ডিএই যশোর কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)।

আলমগীর বিশ্বাস আরও বলেন, “সরকারের কৃষিবান্ধব নীতির কারণে কৃষি এখন ডিজিটাল বাংলাদেশের অংশ হয়ে উঠেছে। মাঠপর্যায়ে কৃষকদের পাশে আছে ডিএই এবং ভবিষ্যতেও থাকবে।”

কর্মশালায় জানানো হয়, ‘ক্রপ জোনিং সিস্টেম’ হলো এমন একটি আধুনিক কৃষি পরিকল্পনা পদ্ধতি, যা মাটি, আবহাওয়া ও পানির প্রাপ্যতার ভিত্তিতে অঞ্চলভিত্তিক উপযোগী ফসল চিহ্নিত করে। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং কৃষকের আর্থিক লাভ বৃদ্ধি পায়।

অন্যদিকে, ‘খামারি মোবাইল অ্যাপ’ একটি স্মার্টফোনভিত্তিক অ্যাপ, যার মাধ্যমে কৃষকরা সহজে আবহাওয়ার পূর্বাভাস, রোগবালাই ব্যবস্থাপনা, সার প্রয়োগ, ফসল বীমা ও বাজারদরের তথ্য পেয়ে থাকেন। এটি কৃষকদের সিদ্ধান্ত গ্রহণে তাৎক্ষণিক সহায়তা করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএআরসি’র সদস্য পরিচালক (শস্য) ও ক্রপ জোনিং প্রকল্পের কো-অর্ডিনেটর ড. মো. আবদুছ ছালাম। বিশেষ অতিথি ছিলেন ডিএই খামারবাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক ড. মো. জামাল উদ্দীন।

স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ক্রপ এক্সপার্ট ড. মো. আজিজ জিলানী চৌধুরী। প্রজেক্ট ম্যানেজার মো. আবিদ হোসেন চৌধুরী ক্রপ জোনিং সিস্টেমের উপস্থাপনা দেন এবং কম্পিউটার ও জিআইএস ইউনিটের পরিচালক হাসান মো. হামিদুর রহমান খামারি অ্যাপ নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

বিশেষজ্ঞরা মনে করেন, এসব প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাংলাদেশের কৃষিকে টেকসই ও জলবায়ু-সহনশীল করার পথে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর