নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি: অতিবৃষ্টির কারণে বান্দরবান-সুয়ালক-লামা বাইপাস সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, টংকাবতী ইউনিয়নের হেডম্যান পাড়ার তিনটি স্থানে বড় ধরনের ভাঙনের ফলে সড়কটি সম্পূর্ণ অচল হয়ে গেছে। এতে বান্দরবান সদর, সুয়ালক ও লামা উপজেলার মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দুই বছর আগে কোটি টাকা ব্যয়ে সড়কটি কার্পেটিং করা হলেও এরপর কোনো সংস্কার হয়নি। ফলে প্রতি বর্ষায় পাহাড়ি ঢলে সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে। এবার ভাঙনের মাত্রা এতটাই ভয়াবহ যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
পুনর্বাসন ত্রিপুরা পাড়ার বাসিন্দা হেবল ত্রিপুরা বলেন, “দুই বছর আগে কোটি টাকা খরচে সড়ক নির্মাণ হলেও আজ তা চলাচলের অযোগ্য। অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি।” একই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা তঙ্গয়ে ম্রো ও ট্রাকচালক জসিম।
টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, “গত বছর থেকেই সড়কে ভাঙন শুরু হয়েছে। এলজিইডিকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এখন বর্ষার শুরুতেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।”
এ বিষয়ে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন জানান, “হেডম্যান পাড়া এলাকায় সড়কের তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শন করে বাজেট প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণের জন্য শিগগিরই বরাদ্দ চেয়ে আবেদন করা হবে।”
তিনি আরও বলেন, “বড় বরাদ্দ পাওয়া গেলে সড়কের দুই পাশে রিটেইনিং ওয়াল নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে।”







