Friday, December 5, 2025

আলীকদমে দুর্যোগে গাছ পড়ে একজনের মৃত্যু

নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদম উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

শনিবার (৩১ মে) ভোরে উপজেলার রুকপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেনরত পাড়ায় বাড়ির উঠানে একটি গাছ ভেঙে পড়লে তাইপাও ম্রো (পিতা– রিংয়ং ম্রো, মাতা– নংপাও ম্রো) নামে এক ব্যক্তি নিহত হন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ফসল, গবাদিপশু ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। পুরো উপজেলায় এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ বিভাগ দ্রুত সংযোগ ফিরিয়ে আনতে কাজ করছে।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুবিন বলেন, “গাছ ভেঙে একজনের মৃত্যুর খবর পেয়েছি। দুর্গতদের জন্য জরুরি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর