ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা বাড়াতে নতুন ফিচার আনছে মেটা
স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগআউট করার কোনো ব্যবস্থা এতদিন ছিল না। ফলে ফোন হারিয়ে গেলে বা চুরি হলে ব্যবহারকারীর ব্যক্তিগত ও গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়ত। তবে এবার সেই সমস্যা কাটাতে অ্যান্ড্রয়েড অ্যাপে সরাসরি লগআউটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের পরীক্ষামূলক সংস্করণ (ভার্সন ২.২৫.১৭.৩৭)-এ ‘লগআউট (ইন্টারনাল)’ নামের একটি নতুন ফিচার দেখা গেছে। এটি চালু হলে অ্যাপটি আনইনস্টল না করেই সরাসরি লগআউট করা যাবে, পুরোনো তথ্য মুছে না ফেলে।
নতুন ফিচারটি ‘অ্যাকাউন্ট ডিলিট’ অপশনের নিচে যুক্ত থাকবে। লগআউটের সময় ব্যবহারকারীরা দুটি অপশন পাবেন—‘ইরেজ অল ডেটা অ্যান্ড প্রেফারেন্সেস’ ও ‘কিপ অল ডেটা অ্যান্ড প্রেফারেন্সেস’। প্রথমটি বেছে নিলে অ্যাপের সব তথ্য মুছে যাবে, আর দ্বিতীয়টি রাখলে আগের সব সেটিংস ও ডেটা সেভ থাকবে, যা লগইনের পর পুনরায় পাওয়া যাবে।
এখন পর্যন্ত কবে নাগাদ ফিচারটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে কিছু জানায়নি মেটা।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের ওয়েব ও ডেস্কটপ সংস্করণে আগে থেকেই লগআউট অপশন থাকলেও মোবাইল অ্যাপে তা ছিল না। নতুন এই ফিচার চালুর মাধ্যমে ব্যবহারকারীর তথ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন প্রযুক্তিবিশ্লেষকরা।
সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি, দ্য ভার্জ।