আজম খান, বাঘারপাড়া (যশোর): সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় বিএনপির দুটি পৃথক কর্মসূচি পালিত হয়েছে।
সকালে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের অনুসারীরা ব্র্যাক মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, শোক র্যালি ও খাবার বিতরণের আয়োজন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির আহাম্মেদ সিদ্দিকী বাচ্চু, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম ও আসলাম হোসেন প্রমুখ।
অপরদিকে বিকেলে চৌরাস্তা মোড়ে পৃথক কর্মসূচি পালন করে পৌর বিএনপি।
বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, বিএনপি নেতা হাদিউজ্জামান মিরান, মাসুদ আলম টিপু, নাজমুল লস্কর, মাষ্টার আবুল হোসেন, আব্দুল ওহাব, তবিবর রহমান, সাবেক ছাত্রনেতা হায়দার আলী, মনিরুজ্জামান, যুবনেতা নাফিস খান লিটন ও ছাত্রনেতা হৃদয় তারেক প্রমুখ।
দুই পক্ষই জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির বর্তমান আন্দোলনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।