Friday, December 5, 2025

বেনাপোলে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৭২ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ মে) দিনভর পরিচালিত এই অভিযানে ফেন্সিডিল, গাঁজা, মোটরসাইকেল, শাড়ি, কম্বল, থ্রি-পিস, চকলেট, ওষুধ এবং কসমেটিকসসহ বিভিন্ন মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল, পাঁচপীরতলা, রঘুনাথপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে দীর্ঘদিন ধরে বিজিবি বিশেষ পরিকল্পনায় গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে নিয়মিতভাবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে তারা উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মালামাল আটক করতে সক্ষম হচ্ছেন।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল থেকে

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর