নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার থোয়াইংগ্যাপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামণি। পরিবেশ সংরক্ষণ আইনে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
অভিযানে স্থানীয় বাসিন্দা মো. নাজিম উদ্দিন-কে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এছাড়াও পাহাড় কাটার অন্যান্য স্থানে দায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযানে সহযোগিতা করে বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।







