Tuesday, July 15, 2025

যশোরের শার্শা সীমান্তে দুই অস্ত্র ব্যবসায়ী আটক

মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত থেকে দুইটি ৯ এমএম বিদেশি পিস্তল, দুইটি খালি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়েছ।

আটক দুই ব্যক্তি হলেন—শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) এবং একই গ্রামের রবিউল সরদারের ছেলে ইছা সর্দার (৫০)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় পাঁচভুলোট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এক বেসামরিক ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। এরপর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

প্রথমে আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির আঙিনার মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে একই গ্রামের ইছা সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘরের পাশে মাটির নিচ থেকে আরও একটি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তলের মোট মূল্য ধরা হয়েছে দুই লক্ষ টাকা, ম্যাগাজিন ও মোবাইলসহ মোট জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক দুই লক্ষ বিশ হাজার টাকা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর