Friday, December 5, 2025

বেনাপোলে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

মাসুদুর রহমান শেখ, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকার মাদক ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ মে) দিনব্যাপী বেনাপোল সীমান্তের রঘুনাথপুর, বেনাপোল বিওপি, আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, বিয়ার, শাড়ি, কম্বল, ওড়না, থ্রি-পিস, শার্টের কাপড়, বিভিন্ন প্রকার চকলেট, কিসমিস, তামাক, মোটরসাইকেলের পার্টস, খাদ্যপণ্য এবং কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১৩ হাজার ৮৪০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত মাদক ও পণ্য সামগ্রী আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর