চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ভেজালমুক্ত কৃষিচর্চা ও টেকসই প্রযুক্তি বিস্তারে কৃষকদের সম্পৃক্ত করতে ‘পার্টনার কৃষক কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস হলরুমে দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ অর্থবছরের Programme on Agriculture and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক।
প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক কৃষিবিদ মোশারোফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, জেলা প্রশিক্ষক আবু তালহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাব্বির হুসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও সিংহঝুলি ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, “আমরা একে অপরকে ঠকিয়ে নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই মানসিকতা পরিহার করে সবাইকে সৎ ও সচেতন হতে হবে।”
কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন উত্তম কৃষিচর্চা, প্যাকেজিং পদ্ধতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং টেকসই কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। তিনি জানান, মাঠপর্যায়ে প্রযুক্তি বিস্তারে কৃষক সেবা কেন্দ্র ও পিএফএসএ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন্নাহার, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মুঞ্জুরুল আলম লিটু, সহকারী প্রোগ্রামার আশরাফুল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭০ জন কৃষকসহ মোট ১০০ জন অংশগ্রহণ করেন।







