Thursday, July 17, 2025

এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতার হার বৃদ্ধির দাবীতে বাঘারপাড়া ডিগ্রী কলেজে কর্মবিরতি পালন

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর):  উৎসব ভাতা বৃদ্ধির দাবীতে বাঘারপাড়া ডিগ্রী কলেজের কর্মচারী বৃন্দ কালো ব্যাজ ধারণ কর অর্ধ দিবস কর্মবিরতি  পালন করেছে।  বুধবার (২৮ মে) পালিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অফিস প্রধান হারুন-উর রশিদ, হিসাব রক্ষক  ফারুক হোসেন, অফিস সহকারী বুলবুল আহমেদ, সাহিদা খাতুন, ল্যাব এসিস্ট্যান্ট জাহিদ হাসান, রমা রানী পাল, অফিস সহায়ক সালমা খাতুন, কৃষ্ণপদ অধিকারী,শহিদুল ইসলাম, রজিবুল ইসলাম প্রমূখ।  উল্লেখ্য যে, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার হার বাড়িয়েছে। কিন্তু কর্মচারীদের ভাতার হার বৃদ্ধি না করায় বাংলাদেশের সকল এমপিওভ কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  তাই উৎসব ভাতা বাড়ানোর দাবিতে অত্র প্রতিষ্ঠানের কর্মচারীরা  বলেন “সারা দেশে ১৪ লাখের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী আছেন। অল্প বেতনে তাঁরা যুগ যুগ ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন। তাঁরা সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকার তাঁদের দাবির প্রতি ভ্রুক্ষেপ করছে না। তাই বাধ্য হয়ে তাঁরা কর্মসূচি দিয়েছেন। কর্মচারীদেরও সমানুপাতিক হারে ভাতা বানানো হবে। কিন্তু শুধু শিক্ষকদের ভাতা বাড়ানোয় তাঁরা হতাশ।” এ জন্য কর্মচারীরা ২ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর