যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি (সিএসই) বিভাগ এবং আইসিএসইটিইপি প্রকল্পের উদ্যোগে অন্তঃবিভাগীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুমে প্রতিযোগিতাটি শুরু হয়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম এবং এফএমবি বিভাগের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন ও সহকারী অধ্যাপক মোছা. শারমিন আক্তার।







