মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার ৯ নম্বর উলাশী ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে (সোমবার) বিকেল ৫টায় পানবুড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে উলাশী ইউনিয়ন বিএনপি।
উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সহ-সভাপতি আহমেদ আলী শাহিন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার বাবলু রহমান প্রমুখ।
ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমেনুল সাগর, বেনাপোল ছাত্রদলের আহ্বায়ক আরিফুল আরিফ এবং মহিলা নেত্রীরা। এছাড়া উলাশী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা আগামী ৩০ মে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালন এবং তা সফল করতে দলীয় ঐক্য ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।







