Friday, December 5, 2025

যশোরে কৃষি বাজেট বৃদ্ধির দাবিতে মানববন্ধন

বাজেটের উন্নয়ন খাতের ৪০ শতাংশ কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে বরাদ্দসহ একাধিক দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ, যশোর শাখা।

সংগঠনের সমন্বয়ক মিজানুর রহমানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।

নেতারা বলেন, দেশের অর্থনীতিতে কৃষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বাজেটে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মিলিয়ে বরাদ্দ মাত্র ৪ শতাংশ। ফলে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, কৃষি উপকরণের দামও বেড়েই চলেছে।

তারা আসন্ন বাজেটে উন্নয়ন খাতের ৪০ শতাংশ কৃষিতে বরাদ্দ রাখার দাবি জানান। একইসঙ্গে ৫০ লাখ মেট্রিকটন ধান ক্রয়, ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ, কৃষি উপকরণের দাম হ্রাস এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

মানববন্ধন শেষে দাবি আদায়ে গণসচেতনতা তৈরির লক্ষ্যে একটি মিছিল বের করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর