Friday, December 5, 2025

আলীকদমে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সেভেন সিস মেরিটাইম লিমিটেড ও ড্রিমার্স কনসাল্টেশন অ্যান্ড রিসার্চ এর যৌথ উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। সার্বিক সহায়তা প্রদান করে আলীকদম উপজেলা প্রশাসন।

ক্যাম্পে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ এবং বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। সভাপতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ক্যাম্পে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অংশ নেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আলীকদম ইউনিট, চৈক্ষ্যং ইউনিয়ন রেড ক্রিসেন্ট এবং চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা।

এই আয়োজনের মাধ্যমে পাহাড়ি এলাকার সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর