শ্যামল দত্ত, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে মমতাজ বেগম জেসমিন (৩৫) নামে দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মাসুদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা।
রোববার (২৫ মে) সকালে উপজেলার ফুলসারা গ্রামে নিহতের বাড়ির পাশের একটি বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জেসমিন ফুলসারা গ্রামের হবিবর রহমানের মেয়ে। তার স্বামী মাসুদ ঝিকরগাছার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা। কয়েক বছর বিদেশে থাকার পর তিনি সম্প্রতি দেশে ফেরেন এবং শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
নিহতের পরিবার জানায়, দেশে ফেরার পর মাসুদ এক ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি নিয়ে দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়। পরিবার আরও দাবি করে, জেসমিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন।
জেসমিনের স্বজনদের ধারণা, ওই কলহ থেকেই তার মৃত্যু ঘটে এবং বিষয়টি ধামাচাপা দিতে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনার পর থেকেই স্বামী মাসুদ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







