মাসুদুর রহমান শেখ, বেনাপোল: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউসুপ আলী। শনিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি বেনাপোল বন্দরের কার্গো টার্মিনালে পৌঁছান। এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ কাজী নাজিব হাসান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে সিনিয়র সচিব বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, বন্দরের পরিচালক ও উপসচিব (ট্রাফিক) শামীম হোসেন, উপ-পরিচালক মামুন কবির তরফদার, সহকারী পরিচালক রতন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক সহিদ আলী, সহ-সভাপতি তবিবুর রহমানসহ বন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শার্শা ইউএনও ডাঃ কাজী নাজিব হাসান জানান, সিনিয়র সচিব মহোদয় বেনাপোল স্থলবন্দরের সার্বিক কার্যক্রম ও অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেছেন।
তবে, পরিদর্শনকালে কোনো সাংবাদিককে বৈঠকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং বন্দরের পক্ষ থেকে সাংবাদিকদের এড়িয়ে চলার বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। সফরের উদ্দেশ্য ও আলোচনার বিষয়বস্তু গণমাধ্যমে স্পষ্ট না হওয়ায় স্বচ্ছতা ও তথ্যপ্রবাহের প্রশ্ন তুলেছেন তারা।







