Tuesday, July 15, 2025

বেনাপোলে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যুর ঘটনা

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে মিথিলা (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মিথিলা বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে ভাড়াবাসায় বসবাস করছিলেন। পারিবারিক বিষয় নিয়ে অভিমান থেকেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (২৪ মে) দুপুরে নিজ ঘরে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনানুগ প্রক্রিয়ায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর