আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস-২০২৫। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
শনিবার উপজেলা প্রশাসন স্কুল মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। তিনি বলেন, “সরকার যে প্রকল্প দেয়, মানেই ভালো উদ্দেশ্যেই দেয়। সেই ভালো উদ্দেশ্য যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় — এটা আমাদের সকলের দায়িত্ব। আগের স্যার কী করতেন আর আমি কী করছি, এই মানসিকতা থেকে বেরিয়ে এসে আমরা সঠিক দিকেই এগিয়ে যাবো।”
অনুষ্ঠানে কৃষি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল ফল ও সবজির জন্য উত্তম কৃষি পদ্ধতির প্রসার, ধান ব্যতীত অন্যান্য খাদ্যশস্য ও তেল জাতীয় ফসল চাষে উৎসাহ, আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার, কৃষি স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল সেবা, নিরাপদ খাদ্য পরীক্ষার পদ্ধতি জোরদার, এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ সাজ্জাত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার নুরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।
কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।







