Friday, December 5, 2025

যশোরের ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: তাবিথ আওয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, “গত ১৭ বছর দেশের ক্রীড়াঙ্গন দলীয়করণের কবলে পড়ে ধ্বংসের মুখে পড়েছে। যশোরের ফুটবল ও খেলোয়াড়রাও এই অবহেলার শিকার।”

শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে সাবেক ও বর্তমান ফুটবলারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যশোর একসময় জাতীয় ফুটবল দলকে অসংখ্য কৃতি খেলোয়াড় উপহার দিয়েছে। কিন্তু পতিত ফ্যাসিবাদী শাসন সেই গৌরব ম্লান করে দিয়েছে। এখন সময় এসেছে যশোরের ফুটবল ঐতিহ্য পুনরুদ্ধারের।”

তাবিথ আওয়াল সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মরহুম তরিকুল ইসলামের ক্রীড়াক্ষেত্রে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “শুধু স্টেডিয়াম উন্নয়ন নয়, এখান থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের ক্রীড়াঙ্গনে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে, না হলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে।”

অনুষ্ঠানে বাফুফে সভাপতিকে যশোরের সাবেক ফুটবলারদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খানসহ অন্যান্য অতিথিরা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর