Friday, December 5, 2025

কেশবপুরে ছাগলের দৌড় প্রতিযোগিতা, উৎসবে মাতল আটন্ডা গ্রাম

জাকির হোসেন, কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলার আটন্ডা গ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক বিনোদনমূলক আয়োজন—ছাগলের দৌড় প্রতিযোগিতা। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে পুরো গ্রামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শত শত দর্শক।

শুক্রবার দুপুরের পর থেকেই আটন্ডা গ্রামের মাঠে নারী-পুরুষ-শিশুসহ উৎসুক জনতার ঢল নামে। বর্ণিল সাজে সাজানো মাঠে ৩০টি পোষা ছাগল অংশ নেয় প্রতিযোগিতায়। চেনার সুবিধার্থে প্রতিটি ছাগলের গলায় ঝুলানো হয় ক্রমিক নম্বরযুক্ত কার্ড।

পাঁচটি ধাপে আয়োজিত প্রতিযোগিতায় আটন্ডা গ্রামের মাহফুজ হোসেনের ছাগল প্রথম, শহিদুল ইসলামের ছাগল দ্বিতীয় এবং সাইফুল ইসলামের ছাগল তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ীদের হাতে ঘড়ি, পানির জগ ও মগ তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ফেরদৌস রহমান। সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী এবং আয়োজক কমিটির সভাপতি হাসিবুল হাসান শান্ত।

দর্শক আসাদ বলেন, “এবারই প্রথম ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখলাম, খুবই ভালো লেগেছে।” আরেক দর্শক ফতেমা খাতুন বলেন, “শুনে এসেছি, ছাগলের দৌড় হবে। দেখে খুব মজা লাগছে, উৎসবের মতো পরিবেশ।”

আয়োজক হাসিবুল হাসান শান্ত বলেন, “গ্রামবাংলার অনেক ঐতিহ্য আজ হারিয়ে যাচ্ছে। আমরা মানুষকে আনন্দ দিতে ছাগলের দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

এই ব্যতিক্রমী আয়োজন আবারও প্রমাণ করলো, গ্রামীণ ঐতিহ্য ও বিনোদনের প্রতি মানুষের আগ্রহ এখনও প্রবল।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর