প্রযুক্তি ডেস্ক: চলতি বছরের গুগল আই/ও সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভবিষ্যৎ পথরেখা উন্মোচন করেছে গুগল। মঙ্গলবার (২১ মে) শুরু হওয়া দুই দিনের এ সম্মেলনে প্রতিষ্ঠানটি তাদের উন্নত জেমিনি এআই মডেল, চলচ্চিত্র নির্মাণ টুল ‘ফ্লো’, নতুন কোডিং এজেন্ট ‘জুলস’সহ একাধিক নতুন প্রযুক্তি ও টুলস প্রদর্শন করেছে।
জেমিনি ২.৫ ফ্ল্যাশ ও প্রো: বিশ্লেষণী বুদ্ধিমত্তা ‘ডিপ থিঙ্ক’
গুগলের উন্নত জেমিনি ২.৫ ফ্ল্যাশ ও প্রো মডেলে যুক্ত হয়েছে ‘ডিপ থিঙ্ক’ নামে একটি সুবিধা, যা ব্যবহারকারীর প্রশ্নের সম্ভাব্য একাধিক বিশ্লেষণধর্মী উত্তর প্রস্তুত রাখতে সক্ষম। এতে করে ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী উপযোগী ও বিস্তারিত উত্তর বেছে নিতে পারবেন। মডেলটিতে আরও রয়েছে নেটিভ অডিও আউটপুট ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা।
চলচ্চিত্র নির্মাণের জন্য এআই টুল ‘ফ্লো’
গুগলের নতুন এআই টুল ‘ফ্লো’ সিনেমার কৃত্রিম দৃশ্য ও ক্লিপ তৈরি করতে সক্ষম। ভিও, ইমাজেন ও জেমিনির সমন্বয়ে নির্মিত টুলটি ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী সিনেমার দৃশ্য তৈরি করে, সম্পাদনার সুযোগ দেয় এবং ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ন্ত্রণ ও ভিজ্যুয়াল পরিচালনার সুবিধা প্রদান করে।
ভিও ৩, ইমাজেন ৪ ও লিরিয়া ২: মাল্টিমিডিয়ায় নতুন মাত্রা
ভিও ৩ মডেলটি লেখা থেকে ভিডিও তৈরি করতে পারে এবং এবার এতে যুক্ত হয়েছে গাড়ির শব্দ, পাখির ডাক ও চরিত্রভিত্তিক সংলাপের সুবিধা। ইমাজেন ৪ মডেল ২কে রেজল্যুশনের ছবি তৈরি করতে পারে, যেখানে সূক্ষ্ম বিষয়বস্তু স্পষ্ট দেখা যায়। অপরদিকে, লিরিয়া ২ মিউজিক জেনারেটরের মাধ্যমে ইউটিউব শর্টস নির্মাণ সহজ হবে নির্মাতাদের জন্য।
কোডিং এজেন্ট ‘জুলস’: সহকারী কোড লেখক
জেমিনি ২.৫ প্রো ভিত্তিক এআই কোডিং এজেন্ট ‘জুলস’ নিজে থেকে কোড বুঝতে ও লিখতে পারে। এটি কোডের ব্যাখ্যা, ত্রুটি শনাক্তকরণ ও পরিবর্তিত কোডের বিশ্লেষণ করতে পারে, যা প্রোগ্রামারদের জন্য সময় সাশ্রয়ী হবে।
জেমিনিতে লাইভ ক্যামেরা ও স্ক্রিন শেয়ার
জেমিনি লাইভ ফিচারে যুক্ত হয়েছে ক্যামেরা ও স্ক্রিন শেয়ারের সুবিধা। ব্যবহারকারীরা সরাসরি কোনো ছবি বা ভিডিও দেখিয়ে এআইয়ের সঙ্গে কথা বলতে পারবেন। শিগগিরই জেমিনির ডেস্কটপ সংস্করণও চালু করা হবে, যা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে।
গুগল সার্চে পূর্ণাঙ্গ এআই মোড
গুগল ঘোষণা দিয়েছে তাদের সার্চ ইঞ্জিন এখন থেকে পরিপূর্ণ এআই মোডে কাজ করবে। এতে করে ব্যবহারকারীরা অনুসন্ধানকালে ফলোআপ প্রশ্ন করতে পারবেন, ওয়েবসাইট বিশ্লেষণ এবং ব্যক্তিগত অনুসন্ধান অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
ভার্চ্যুয়াল শপিংয়ের নতুন যুগ
সার্চের ‘এআই মোড’–এ যুক্ত হচ্ছে ‘শপিং গ্রাফ’ প্যানেল। পণ্য অনুসন্ধানে এটি ব্যবহারকারীদের সামনে বিভিন্ন ছবি, তথ্য ও ভার্চ্যুয়াল ট্রাই-অন সুবিধা প্রদর্শন করবে, যার মাধ্যমে পোশাক মানাবে কি না, তা আগে থেকেই দেখা যাবে।
বিশ্বজুড়ে এআই প্রযুক্তি এগিয়ে নেওয়ার লক্ষ্যে গুগলের এবারের আই/ও সম্মেলনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস







