Friday, December 5, 2025

মণিরামপুরে আনসার-ভিডিপি ব্যাংকের আমানত সংগ্রহে বিশেষ ক্যাম্পেইন

যশোরের মণিরামপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আমানত সংগ্রহে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেছে। ২২ মে সকালে উপজেলার রাজগঞ্জ, মশ্মিমনগর, নোয়ালীসহ বিভিন্ন এলাকায় ভিডিপি সদস্যদের মাঝে আমানতের ওপর বিশেষ লিফলেট বিতরণ করা হয়।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি তারা এফডিআর ও ডিপিএসে নতুন সুদহার চালু করেছে। নতুন নিয়মে ব্যাংকে এককালীন জমাকৃত অর্থ মাত্র ৬ বছর ৯ মাসে দ্বিগুণ হয়ে যাবে। এছাড়া ফিক্সড ডিপোজিটে ৯.২৫% এবং স্বাধীন সঞ্চয়ী আমানতে ৫.৫০% হারে মুনাফা দিচ্ছে ব্যাংকটি।

সঞ্চয় সচেতনতা ও ব্যাংকিং সুবিধা সম্পর্কে আনসার ও ভিডিপি সদস্যদের অবহিত করতে এই ক্যাম্পেইন চালু করেছে মণিরামপুর শাখা। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মণিরামপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ মেহেদী হাসান, ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা নাজমুল হক, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক রাজিবুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতারা।

ব্যাংক সূত্রে আরও জানা গেছে, এ ধরনের প্রচারণা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর