Friday, December 5, 2025

বেনাপোল কাস্টমসে ৫ দিন পর কাজ শুরু, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য

শার্শা উপজেলা প্রতিনিধি: টানা পাঁচ দিনের কলম বিরতির পর আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজে। অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন স্থগিত করে সোমবার (২০ মে) থেকে কাজ শুরু করেন কাস্টমস কর্মকর্তারা। ফলে বন্দরে ফিরে এসেছে আগের মতো কর্মচাঞ্চল্য ও ব্যস্ততা।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কলম বিরতি পালন করেন কাস্টমস কর্মকর্তারা। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম ও শুল্কায়ন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়, ফলে রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ে।

সোমবার সকালে বেনাপোল কাস্টমস হাউজ, বন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা যায়। কলম বিরতিতে জমে থাকা কাজ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দফতরগুলোতে ছিল বাড়তি তৎপরতা।

পাঁচ দিনের অচলাবস্থার অবসানে স্বস্তি ফিরেছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং শ্রমিকদের মাঝে। তবে অনেকে মনে করছেন, দাবিগুলো পূরণ না হলে ভবিষ্যতে আবারও এমন কর্মসূচির আশঙ্কা রয়ে গেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর