মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চকলেট, খাদ্য সামগ্রী, বিভিন্ন ধরনের কসমেটিক্স ও ঔষধ।
বুধবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৪৯ বিজিবির বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। আটককৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৪১ লাখ ৩ হাজার ১০ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ গোয়েন্দা তৎপরতা ও পরিকল্পিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।







