Friday, December 5, 2025

কেশবপুরে বিএনপির নেতা এস এম আলী রেজার ইন্তেকাল: বিএনপির শোক

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং ৯নং গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান এস এম আলী রেজা (৬৮) আজ মঙ্গলবার বিকেলে ভেরচি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার সকাল ১০টায় ভেরচি স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এস এম আলী রেজার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ূন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর হালিম মোড়ল সহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর