কেশবপুর প্রতিনিধিঃ: যশোরের কেশবপুর উপজেলার বেলোকাটি গ্রামে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২০ মে) কেশবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সোহরাব মোড়ল (৫৮) পলাতক রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গড়ভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী গত ১৯ মে সোমবার সকালে বাড়িতে একা ছিল। তার বাবা ভাঙড়ি ব্যবসার কাজে বাইরে ছিলেন এবং মা পার্শ্ববর্তী চাচাতো দেবর বিল্লালের বাড়িতে কাজে গিয়েছিলেন। এই সুযোগে বেলোকাটি গ্রামের সোহরাব মোড়ল (৫৮) ওই ছাত্রীকে ঘরের বারান্দা থেকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সোহরাব মোড়ল পালিয়ে যায়।
পরে মেয়েটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। মঙ্গলবার সকালে ছাত্রীর বাবা বাদী হয়ে সোহরাব মোড়লের বিরুদ্ধে কেশবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নং-১৩) দায়ের করেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং আসামি সোহরাব মোড়লকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।







