বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৭২ হাজার ৬৫৯ টাকা মূল্যের বিপুল পরিমাণ ঔষধ, কসমেটিকস সামগ্রী, মাদকদ্রব্য ও চকলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ৪৯ বিজিবি জানায়, তাদের টহলদল বেনাপোল ও আন্দুলিয়া বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, কম্বল, চকলেট, কিসমিস, ফুসকা, জিরা, চিনি, ঔষধ ও কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্র ধরতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে এ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলমান থাকবে।







