Friday, December 5, 2025

এআই ও ‘জিরো ক্লিক’ সার্চে বিপর্যয়ের মুখে কনটেন্ট নির্মাতাদের আয় 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সার্চ ইঞ্জিনের ‘জিরো ক্লিক’ পদ্ধতির কারণে ইন্টারনেটভিত্তিক কনটেন্ট নির্মাতাদের আয় কাঠামো গভীর সংকটে পড়ছে। এমনটি মনে করছেন ওয়েব নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স।

সম্প্রতি কাউন্সিল অন ফরেন রিলেশনসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইন্টারনেট ব্যবহারকারীরা এখন গুগলের সার্চ পেজেই প্রায় ৭৫ শতাংশ প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন। ফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন কমে গেছে।’ এতে বিজ্ঞাপন, নিবন্ধন কিংবা ট্রাফিকভিত্তিক আয়ে নির্ভরশীল কনটেন্ট নির্মাতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ম্যাথিউ প্রিন্সের মতে, গুগলের আগের পদ্ধতিতে ব্যবহারকারী কোনো কিছু সার্চ করলে তাকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাঠানো হতো, যা ছিল একধরনের ভারসাম্যপূর্ণ বিনিময়। কিন্তু এখন গুগল ও অন্যান্য এআই প্রযুক্তি প্রতিষ্ঠান বিপুল পরিমাণ কনটেন্ট সংগ্রহ করলেও মূল উৎসে দর্শক ফেরত পাঠাচ্ছে না।

তিনি জানান, গুগলের বর্তমান অনুপাত ৬:১ অর্থাৎ প্রতি ছয়টি তথ্য আহরণের বিপরীতে মাত্র একটি দর্শক পাঠানো হয় সংশ্লিষ্ট সাইটে। ওপেনএআইয়ের ক্ষেত্রে তা দাঁড়িয়েছে ২৫০:১ এবং অ্যানথ্রপিকের ক্ষেত্রে ৬,০০০:১। এমন পরিস্থিতি ওয়েবের ভবিষ্যতের জন্য হুমকি বলে সতর্ক করেছেন ক্লাউডফ্লেয়ারের প্রধান।

তিনি আরও বলেন, “যদি কনটেন্ট নির্মাতারা আয় না করতে পারেন, তাহলে তাঁরা আর নতুন কনটেন্ট তৈরি করবেন না। এতে পুরো ইন্টারনেট–ভিত্তিক তথ্যভাণ্ডার ও তার টেকসই ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে।”

বিশ্লেষকদের মতে, কনটেন্ট নির্মাতা, সার্চ ইঞ্জিন ও এআই প্রযুক্তির মধ্যে ভারসাম্য রক্ষা না হলে ইন্টারনেটের মুক্ত ও টেকসই তথ্যপ্রবাহ ব্যাহত হতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর