Saturday, December 6, 2025

নড়াইল জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধিঃ গতকাল বিকেলে প্রবাসী বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটের গাড়িবহরে হামলার ঘটনায় নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে জড়িত করার প্রতিবাদে নড়াগাতী থানা বিএনপি পাল্টা সংবাদ সম্মেলন করেছে।

সোমবার (১৯ মে) দুপুরে বড়দিয়া বিএনপি অফিসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বুলবুল কবীর।

তিনি বলেন, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার অংশ হিসেবে গাড়িবহরে থাকা আওয়ামী লীগের লোকজনই হামলার ঘটনা ঘটিয়েছে। কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে বিভিন্ন নেতার সম্মানহানি করার চেষ্টা করছেন।

তিনি আরও জানান, জেলা বিএনপির সভাপতির নির্দেশে নড়াগাতী থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলায় জড়িত, এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার সময় কেউ ঘটনাস্থলে ছিলেন না বা ঘটনার বিষয়ে কিছুই জানতেন না।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আহত মুন্সি আসাবুর রহমান আরাফাত প্রথমে কাউকে চিনতে পারেননি বলে সাক্ষাৎকারে জানিয়েছেন। পরে কারও প্ররোচনায় জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নেতা বিশ্বাস আসজাদুর রহমান মিঠুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষাৎকার দেন। অথচ, ওই সময় জাহাঙ্গীর আলম দেশের বাইরে এবং মিঠু ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গুজব ছড়ানো হচ্ছে যে, হোসেন জুনু, সোহেল খান ও তরিকুল মোল্যা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, যা সম্পূর্ণ মিথ্যা। নড়াগাতী থানা বিএনপির নেতারা হামলার সঙ্গে জড়িত নন। বরং তারা শুনেছেন, আওয়ামী লীগপন্থীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আগুন দিয়েছে। অভিযুক্তদের মধ্যে শাহিদের ছেলে ওয়ালিদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সহসভাপতি বি এম নওশের আলী, জয়নগর ইউনিয়নের সভাপতি খান আবুল হোসেন, পহরদাঙ্গা ইউনিয়নের সভাপতি মো. কাবুল বিশ্বাস, কলাবাড়িয়া ইউনিয়নের সভাপতি আ. কাইউম খান, সাধারণ সম্পাদক সো. লিয়াকত হোসেন, জিয়াউর রহমান, মোল্লা জাফর আলী, পিকুল খান, হাসমত তালুকদার, মুস্তাক আহমদ স্বপন, চৌধুরী সাকায়ত হোসেন ঝুনু, মোল্লা তরিকুল ইসলাম, সোহেল খান, মমিন খান, তাহিদ চৌধুরী প্রমুখ।

আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর