Tuesday, July 15, 2025

যশোরের নাভারণে স্থাপিত হলো উচ্চ ক্ষমতাসম্পন্ন হাইমাস লাইটপোস্ট

যশোরের শার্শা উপজেলার নাভারণ নিউ মার্কেটে স্থাপন করা হয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন হাইমাস লাইটপোস্ট। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে লাইটটি উদ্বোধন করা হয়।

প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬০ ফুট উচ্চতার এই লাইটপোস্টে রয়েছে ৩০০ ওয়াটের ১২টি এলইডি বাল্ব। এটি প্রতিদিন মোবাইলের মাধ্যমে রিমোট কন্ট্রোলে চালু ও বন্ধ করা হবে।

শার্শা ইউনিয়ন পরিষদের অর্থায়নে স্থাপিত এই আলো নাভারণ নিউ মার্কেট ও আশেপাশের প্রায় ৩০০ মিটার এলাকা আলোকিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, শার্শা ইউপি প্রশাসক নূরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরসহ অন্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর