Friday, December 5, 2025

যশোরে মুদি দোকান থেকে তিন ব্যারেল তেল চুরি

যশোর সদর উপজেলার মাহিদিয়া বাজারে একটি মুদি দোকান থেকে তিন ব্যারেল তেল চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক মিলন হোসেন জানান, শনিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফেরেন। পরদিন সকালে এসে দেখেন, দোকানের সামনে রাখা পাঁচটি ব্যারেলের মধ্যে তিনটি নেই।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ১৮ মিনিটে ছয়জন অজ্ঞাত ব্যক্তি একটি সাদা পিকআপ ভ্যানে করে তেল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া তেলের মধ্যে একটি সরিয়া এবং দুটি সয়াবিন তেলের ব্যারেল ছিল, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

মিলন হোসেন যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর