Friday, December 5, 2025

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল, শাড়ি ও কসমেটিকস সামগ্রী আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৬৪ হাজার টাকার ভারতীয় ফেনসিডিল, শাড়ি, চকলেট ও কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৮ মে) সন্ধ্যায় বিজিবি জানায়, ৪৯ বিজিবির হিজলী, পাঁচপীরতলা, ঘিবা বিওপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযানে এসব পণ্য আটক করে। জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য ৬লক্ষ ৬৪ হাজার ৮ শত টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চলছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় এই ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর