মাসুদুর রহমান শেখ, বেনাপোল থেকে: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে জয়ন্ত দত্ত (৩৪)।
৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধীনে বেনাপোল বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ মে) রাত ৮টা ৪০ মিনিটে বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়ন্ত দত্ত স্বীকার করেছেন, তিনি ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘জে এস এন্টারপ্রাইজ’-এর মালামাল নিয়ে ট্রাক (নম্বর WB-23C-2142) চালিয়ে বাংলাদেশে আসেন। পরে সীমান্ত পেরিয়ে মাদক পাচারের উদ্দেশ্যে স্থানীয় চোরাকারবারীদের রাখা একটি মোটরসাইকেলে ওঠার সময় বিজিবির সদস্যরা তাকে হাতেনাতে আটক করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্তে অস্ত্র, স্বর্ণ, রুপা, মাদক, হুন্ডি ও বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয় এবং আসামিকে হেরোইন ও মোটরসাইকেলসহ আটক করা সম্ভব হয়েছে।”
আটক আসামি জয়ন্ত দত্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।







