Friday, December 5, 2025

৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কেশবপুরে সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের এক ভাংড়ি ব্যবসায়ী তার প্রতিবেশীদের বিরুদ্ধে ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১৭ মে) বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোমরেজ শেখ। তিনি জানান, সম্প্রতি কেশবপুর প্রেসক্লাবে কায়পুত্র সম্প্রদায়ের কয়েকজন নারী সংবাদ সম্মেলন করে তাকে ও তার পরিবারকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ উত্থাপন করেন। অথচ তাদের সঙ্গে তার কোনো পূর্ববিরোধ ছিল না, বরং সুসম্পর্ক ছিল।

মোমরেজ শেখ বলেন, কায়পুত্র সম্প্রদায়ের এক সদস্য অরূপ কুমার মন্ডল তার দোকানে কাজ করতেন এবং তাদের বাড়ি সংলগ্ন এলাকায় তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করে আসছেন। সম্প্রতি ওই সম্প্রদায়ের সুমন নামের এক ব্যক্তি দুই শতক জমি বিক্রির ঘোষণা দিলে তিনি তা ক্রয়ের আগ্রহ দেখান। তখন থেকেই সুমন ও তার স্ত্রী ভক্তি রানী মন্ডল তাদের বাড়িতে নিয়মিত আসা-যাওয়া শুরু করেন।

তিনি অভিযোগ করে বলেন, সুমনের স্বজন নিখিল মন্ডল কৌশলে তার অনুপস্থিতিতে বাড়িতে যাতায়াত শুরু করেন এবং একপর্যায়ে তার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে জমি ক্রয়ের জন্য সঞ্চিত ৫৩ লাখ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি জানার পর তিনি ও তার পরিবার বাধা দিলে স্ত্রী কন্যাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান এবং এক প্রতিবেশীর বাড়িতে রাত্রী যাপন করেন।

পরে নিখিল মন্ডল ভুল স্বীকার করে তার স্ত্রীকে বাড়িতে ফেরত আনার উদ্যোগ নেন বলে দাবি করেন মোমরেজ শেখ।

তিনি আরও বলেন, এ ঘটনার জেরে তিনি নিখিল মন্ডলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে তারা দলিত এনজিওকে ব্যবহার করে তার বিরুদ্ধে পাল্টা মিথ্যা মামলা দায়ের করেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।

মোমরেজ শেখ বলেন, এই ষড়যন্ত্রে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন এবং তার ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর