Friday, June 20, 2025

বেনাপোলে বিজিবির অভিযানে ভায়াগ্রা পাউডার জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ৬০ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ভায়াগ্রা পাউডার  আটক করেছে। শনিবার (১৭ মে) দুপুরে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ মে বেনাপোল বাজার সংলগ্ন রহমান চেম্বারের সামনে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চোরাকারবারীরা ভ্যানযোগে পাচারের জন্য ৪ বস্তা মালামাল নিয়ে আসে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায় এবং ফেলে রেখে যায় মালামাল। পরে বিজিবি সদস্যরা উদ্ধার করেন ২০১.৫ কেজি ভায়াগ্রা পাউডার।

আটককৃত মালামালের বাজার মূল্য ৬০ লক্ষ ৪৫ হাজার টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করতে বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ গোয়েন্দা কার্যক্রম এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর