মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল থেকে: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার( ১৫ মে) বিজিবি এর টহলদল শালকোনা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য উদ্ধার করে। উদ্ধার কৃত মালামালের মূল্য পাঁচ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা। তবে, এ ঘটনায় কেউ আটক হয়নি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ভিত্তিতে এসব মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।