গত ১০ মে কোচিং থেকে ফেরার পথে অপহরণ হওয়া রামনগর নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ইমামুলের কাছথেকে উদ্ধার পুলিশ। কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেছে। বুধবার মধ্যরাতে কোটচাঁদপুরে অভিযান চালিয়ে এ ঘটনার মামলার প্রধান আসামি রাজারহাট গোপালপুর গ্রামের ইমামুল ও তার এক স্বজন মুড়লি জোড়া মন্দির এলাকার সুমাইয়া আক্তার মীমকে আটক করেছে। বৃহস্পতিবার তিনজনকেই আদালতে সোপর্দ করলে ওই ছাত্রীকে পরিবারের জিম্মায় প্রদান করে একই সাথে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে বাবা গত রোববার ইমামুল,তার ভাই নয়ন ও মা সালেহার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।
তিনি অভিযোগ করেন, ইনামুল একাধিক বিয়ে করেছেন। বর্তমানে তার স্ত্রী ও সন্তান রয়েছে। তার পরও বিভিন্ন সময় তার মেয়ে স্কুলের যাওয়া আসার পথে ইনামুল কুপ্রস্তাব দেয়াসহ উত্যক্ত করতেন। রাজি না হওয়ায় মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি দিতেন। গত ১০ মে স্কুলে কোচিং শেষে বাড়ি ফিরছিল বাদীর মেয়ে। এমন সময় কচুয়ার খালঘাটায় পৌঁছালে ইনামুলসহ অজ্ঞাত আরও কয়েকজন তার মেয়েকে জোর করে ইজিবাইকে উঠিয়ে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেয়ে বাদী ইনামুলের মা ও ভাইয়ের কাছে যান। কিন্তু তারা সহযোগিতা না করে ইনামুলের পক্ষে সাফাই গান। এমনকি বাদীকে বলেন অপহরণ করেছে ভালো করেছে বলে মন্তব্য করেন।