নাজমুল হুদা, লামা: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পোলাউপাড়া সড়কে ধানবোঝাই একটি ট্রাক উল্টে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বাজাপাড়া থেকে পোলাউপাড়ার উদ্দেশে যাওয়ার পথে আলিরবাড়ির সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পোলাউপাড়া এলাকার সাবেক কারবারি ম্যাচিং মার্মার ছেলে মং মেচিং মার্মা (৩৫)।
আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সোনাইছড়ি মার্মা পাড়ার মৃত চিং সাউ মার্মার ছেলে উ খিং মং মার্মা (৩২), উসাপ্রু মার্মার ছেলে থোয়াই মং মার্মা (৩৫), মৃত আপ্রু মং-এর ছেলে এছেন মার্মা (৩৬), ও থোড়াই চিং মং মার্মার ছেলে থোয়াই উ মার্মা (৩২)। অন্যান্য আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয় এক শিক্ষক মোহাম্মদ আদম আলী বলেন, “ট্রাকটিতে পাহাড়ি ও বাঙালি মিলিয়ে শ্রমিকসহ ১৩ জন ছিলেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আমিরাবাদ ও চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ফাইতং ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, “দুর্ঘটনায় একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।”
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “ট্রাকে করে ধান পরিবহনের সময় ট্রাকটি উল্টে যায়। এতে একজন শ্রমিক নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”







