Friday, December 5, 2025

মণিরামপুরে ১২ দিন ধরে নিখোঁজ অনিক, ছেলের সন্ধানে পিতার থানায় জিডি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কিশোর অনিক দাস (১৪) নিখোঁজ রয়েছে ১২ দিন ধরে। কিন্তু এখনো তার কোনো সন্ধান মেলেনি। ছেলের ফেরার আশায় প্রতিদিন পথ চেয়ে থাকেন মা-বাবা। অবশেষে ছেলে নিখোঁজের বিষয়ে মণিরামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পিতা পরিমল দাস।

জানা যায়, গত ২ মে সকাল ১০টার দিকে মণিরামপুর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় অনিক। এরপর থেকে সে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েও তার কোনো খোঁজ পাননি পরিবার।

অনিকের পিতা পরিমল দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে অনিক কখনও এমন করে বাড়ি থেকে যায়নি। আমি বিশ্বাসই করতে পারছি না যে, সে দাদার উপর অভিমান করে এমনটা করতে পারে। আপনারা অনুগ্রহ করে আমার ছেলের সন্ধান দিয়ে তাকে আমাদের বুকে ফিরিয়ে দিন।”

অনিকের মা জানান, “আমার ছেলে শান্ত স্বভাবের, পাড়ার কারও সঙ্গে ঝগড়া করে না। সবার সঙ্গে মিশে খেলা-ধুলায় মেতে থাকে। কেউ যদি তার সন্ধান পান, দয়া করে ০১৭৪৬০১৫৩০৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি।”

নিখোঁজের সময় অনিকের পরনে ছিল প্যান্ট ও জামা। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার এবং গায়ের রং ফর্সা।

এ বিষয়ে মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর: ৫১৮, তারিখ: ১২/০৫/২০২৫।

সন্ধানদাতা যোগাযোগ:
পরিমল দাস
বালিয়াডাঙ্গা, খানপুর, মণিরামপুর, যশোর।
মোবাইল: ০১৭৪৬০১৫৩০৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর