Friday, December 5, 2025

রাজস্ব সংস্কারের দাবিতে বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি

মাসুদুর রহমান শেখ, বেনাপোল: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে জারি করা রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে সারাদেশের মতো বেনাপোল কাস্টম হাউসেও কলম বিরতি পালিত হয়েছে। বুধবার (১৪ মে ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়।

‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ডাকে তিন দিনের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে কাস্টমস ও ট্যাক্স বিভাগসহ এনবিআরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়েছেন। কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১৫ মে) ও শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিদিন টানা ৫ ঘণ্টা করে কলম বিরতি পালন করা হবে।

জানা গেছে, এনবিআর ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও অংশীজন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোনো আলোচনা বা মতামত গ্রহণ করা হয়নি। এই একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে দেশের সব ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস, শুল্ক স্টেশন ও কর অঞ্চলে কলম বিরতির কর্মসূচি শুরু হয়েছে। আন্তর্জাতিক যাত্রীসেবা, আমদানি-রপ্তানি বাণিজ্য এবং জাতীয় বাজেট প্রস্তুতির কাজ এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে।

এদিন বেনাপোল কাস্টম হাউসের সামনে কলম বিরতির ব্যানার টানানো হয় এবং সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা সকল রাজস্ব কার্যক্রম বন্ধ থাকে। এতে কাস্টম সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কোনো ফাইল প্রসেস হয়নি এবং কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

বেনাপোল কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, “কলম বিরতির কারণে কোনো নতুন ফাইল কার্যক্রম হয়নি। টেবিলগুলো ফাঁকা ছিল, কেউ কাজ করেননি। তবে পূর্বের ইস্যুকৃত আইজিএমের আওতায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।”

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমানও জানান, “কলম বিরতি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে, তবে বাণিজ্য কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।”

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন বলেন, “ঘোষিত সময়সূচি অনুযায়ী শনিবার বিকেল ৩টা পর্যন্ত কলম বিরতি চলবে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর