Thursday, July 17, 2025

ধলগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এ বাজেট পেশ করেন চেয়ারম্যান রবিউল ইসলাম।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৮৬২ টাকা, আর ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার ৬৬২ টাকা। ফলে বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ৯৭ হাজার ২০০ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম। সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, ধলগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি খয়বার হোসেন, ইউপি সদস্য রেজাউল ইসলামসহ পরিষদের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর