Friday, December 5, 2025

শার্শায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান।

সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া, নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান রোকন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর জেলার সাবেক আমির মাওলানা আজিজুর রহমান, বিজিবি ও পুলিশ সদস্যসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সামাজিক অপরাধ দমনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় সবার সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর