বিশেষ প্রতিনিধি, যশোর: যশোরের অভয়নগর উপজেলায় মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জামিয়া আরাবিয়া মহিউল ইসলাম নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার প্রবীণ সাইখুল হাদিস মুফতী তৈয়্যেবুর রহমান দোয়া ও মোনাজাতের মাধ্যমে সোমবার (১২ মে) ঢালাই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, খাদ্যশস্য ও সার সমিতির সভাপতি আবদুল গণি সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল মোল্লা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবলু, সেক্রেটারি ইউনূস আকুঞ্জি, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, অভয়নগর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আলী আকবার সম্রাট, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা উলামা শাখা ও মসজিদ মিশনের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি এবং ইসলামি ফাউন্ডেশনের উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা হেলাল উদ্দিন।
উল্লেখ্য, সরকারের মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় অভয়নগরে এই মসজিদ নির্মিত হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই মসজিদে নামাজের পাশাপাশি ইসলামিক গবেষণা, ধর্মীয় শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।







