Friday, December 5, 2025

নওয়াপাড়ায় বেঙ্গল টেক্সটাইল মিল দ্রুত চালুর দাবিতে শ্রমিকদলের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় বিটিএমসি নিয়ন্ত্রিত বেঙ্গল টেক্সটাইল মিল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল। সোমবার (১২ মে) বিকেল সাড়ে ৫টা থেকে যশোর-খুলনা মহাসড়কের মিলের সামনের অংশে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারীসহ প্রায় পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা বেঙ্গল টেক্সটাইল মিল চালু না হওয়ায় হাজার হাজার শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। বক্তারা অবিলম্বে মিল চালুর কার্যকর পদক্ষেপ গ্রহণ, পুরনো যন্ত্রপাতি স্ক্র্যাপ হিসেবে বিক্রি না করা এবং মিলের সকল সরঞ্জাম যেখানে যেমন আছে সেভাবেই সংরক্ষণের দাবি জানান।

জাতীয়তাবাদী শ্রমিকদলের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিকদল আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল হোসেন, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম বাঘা, বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, রাজু আহমেদ, এবং স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় বেঙ্গল টেক্সটাইল মিল চালুর কোনো বিকল্প নেই। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর