কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে মাটি কেটে সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করা ও পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে পৃথক দুটি অভিযানে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ মে) কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় “ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা, ২০১৯” বিষয়ক নির্দেশনা প্রদান ও জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পুকুর খননের মাটি কেটে সরকারি রাস্তা নষ্ট করে তা ইটভাটায় বিক্রির অভিযোগে হাসানপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের অসীম কুমার দাস (৫৩) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।
একই দিন, সরকারি কালভার্ট বন্ধ করে পানি চলাচলে বাধা দেওয়ার অপরাধে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ কেশবপুরের ফারুক সরদার (৩৯) কে একই আইনে আরও ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কালভার্টের মুখ থেকে মাটি সরিয়ে পানি চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি সম্পদ রক্ষা ও জনস্বার্থে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।







