Friday, December 5, 2025

বৌদ্ধ পূর্ণিমায় বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি

মাসুদুর রহমান শেখ, বেনাপোল (যশোর): বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রোববার (১১ মে) দিনভর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, সরকারি ছুটির কারণে এই দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও আগামীকাল সোমবার (১২ মে) থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।

তবে ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়েছেন, পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে, যদিও ভিসা জটিলতার কারণে যাত্রীর সংখ্যা কিছুটা কম।

বন্দর উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যাওয়ার ব্যবস্থা চালু রাখা হয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ৪০০-৪৫০ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয় এবং ১৫০-২০০ ট্রাক পণ্য রপ্তানি হয়। এতে সরকারের দৈনিক রাজস্ব আয় প্রায় ৪০ কোটি টাকা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর