Thursday, July 17, 2025

বাঘারপাড়ায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) সকালে উপজেলার মহিরণ ব্র্যাকমোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষকদলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশেদা রহমান।

উপজেলা মহিলা দল নেত্রী মদিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল বারি রবু, মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, যুগ্ম সম্পাদক শামসুন্নাহার পান্না, আরাফাত আরা ডলি ও আনোয়ারা পাভিন আনু।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, পৌর শাখার মেহেদী খন্দকার, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, মনিরুজ্জামান তপন এবং এএসএম আসলাম হোসেন।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। নারীদের সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। তারা বলেন, “নারীরা যেভাবে ঘরের অন্দরমহলে পৌঁছে ভোটারদের সঙ্গে কথা বলতে পারেন, পুরুষরা তা পারেন না—এটাই মহিলা দলের সবচেয়ে বড় শক্তি।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর