Friday, December 5, 2025

লামায় আবুল খায়ের কোম্পানির অফিসে দুর্ধর্ষ ডাকাতি

নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার লাইনঝিরি এলাকায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রের অফিসে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে ১৫ থেকে ১৭ জনের একটি ডাকাত দল অফিসে হানা দিয়ে অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ লুট করে নেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডাকাত দলটি রাতের আঁধারে অফিসে ঢুকে প্রথমেই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলে এবং কোম্পানির হিসাবরক্ষক মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতির সময় তারা একাধিক আলমারি ও লকার ভাঙচুর করে টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন হিসাবরক্ষক জহিরুল, বর্তমানে তিনি চিকিৎসাধীন।

আবুল খায়ের কোম্পানির লামা জোন ইনচার্জ মো. আব্দুর রব জানান, “তামাক ক্রয়ের জন্য অফিসে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মজুদ ছিল। তবে একটি প্রধান বোল্ট লক হওয়ায় এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কত টাকা ডাকাতরা নিয়ে গেছে।”

চট্টগ্রাম থেকে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণে কাজ করছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী।
লামা থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। লক খোলার চেষ্টা চলছে পুলিশের উপস্থিতিতে। তদন্ত চলছে, তবে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।”

ডাকাতির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর